মুর্শিদাবাদ জেলা লিটল ম্যাগাজিন মেলা দ্বিতীয়বর্ষে - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, December 4, 2018

মুর্শিদাবাদ জেলা লিটল ম্যাগাজিন মেলা দ্বিতীয়বর্ষে


যুথিকা ডেস্ক, মুর্শিদাবাদ : প্রথম ডিসেম্বর থেকে দুইদিন ব্যাপি চলল মুর্শিদাবাদ জেলা লিটল ম্যাগাজিন মেলা। নব‌উদ্যোগে দ্বিতীয়বর্ষে পা দিল জেলার এই লিটল ম্যাগাজিন মেলা। মেলাটি বসেছে মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে কৃষ্ণনাথ কলেজের পি.জি. ক্যাম্পাসে, মণীন্দ্রচন্দ্র ভবনে। মেলা চলে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অনুষ্ঠান মঞ্চটি 'কবি সুশীল ভৌমিক মঞ্চ' করা হয়।

এই মেলার উদ্বোধন করলেন সাহিত্যিক সন্দীপ দত্ত মহাশয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন শক্তিনাথ ঝাঁ, কৃষ্ণনাথ কলেজের প্রিন্সিপাল ডঃ সুজাতা ব্যানার্জি, বিভাস রায়চৌধুরী প্রমুখরা। অনুষ্ঠান মঞ্চে কবিতাপাঠ, গল্পপাঠ, আলোচনা প্রভৃতি সাংস্কৃতিমূলক অনুষ্ঠানতো ছিলোই। এবার মেলা প্রাঙ্গনে স্টল নিয়ে ছিল জেলা-ভিনজেলার প্রায় ৭৫ টির মতো ছোটপত্রিকা। ছোটপত্রিকাগুলির সম্পাদক এবং কবিলেখকদের উপস্থিতি ছিল আশাজনক।



No comments:

Post a Comment