কবিতা ভাবনা নিয়ে নবপর্যায়ে প্রথম সংখ্যা প্রকাশ করল 'একুশে কবিতা' - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, October 17, 2018

কবিতা ভাবনা নিয়ে নবপর্যায়ে প্রথম সংখ্যা প্রকাশ করল 'একুশে কবিতা'

পত্রিকা প্রকাশানুষ্ঠানে সভাকক্ষে কবিরা।




যুথিকা প্রতিবেদক, মুর্শিদাবাদ : ৮ অক্টোবর মুর্শিদাবাদের বহরমপুরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল 'একুশে কবিতা' শুধু কবিতার জন্য পত্রিকার নবপর্যায় প্রথম বর্ষ প্রথম সংখ্যা। অনুষ্ঠানটি হয় বিকেল চারটেয় মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘে। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট কবি নাসের হোসেন, উৎপল কুমার গুপ্ত,  সমরেন্দ্র রায়, শ্যামল বন্দোপাধ্যায়, সন্দিপ বিশ্বাস, সমীরণ ঘোষ প্রমুখ; এবং নদিয়া করিমপুর থেকে  অরুণ চট্টোপাধ্যায়।

এবারে টাইটেল কোড প্রাপ্ত কবিতা পত্রিকাটির নবপর্যায়ে বৈশিষ্ট হল সংখ্যাটিতে কবিতা গুলিকে তিনটি বিভাগ করে ছাপা হয়েছে। 'কবিতা'কে তিনটে ভাগ করায়, 'ক' বিভাগে রয়েছে সাধারণ প্রচলিত কবিতা, 'বি' বিভাগে আবৃত্তিযোগ্য কবিতা এবং 'তা' বিভাগে পরীক্ষা নিরীক্ষা মুলক কবিতা রাখা হয়েছে।

যুথিকা বিজ্ঞাপন








'ক' বিভাগে যেমন লিখেছে কবি নাসের হোসেন, রাজন গঙ্গোপাধ্যায়, কবিরুল ইসলাম কঙ্ক, মনিরুদ্দিন খান, সৌরভ হোসেন সহ আর‌ও এঁদের পাশাপাশি লিখেছেন হামিম হোসেন মণ্ডল, জৈদুল সেখ, সাহিন হোসেন প্রমুখরাও। এখানে লিখেছেন সম্পাদক সুব্রত হাজরা নিজেও। 'বি' বিভাগে কবি জুবিন ঘোষ, সহিদুল ইসলামরা। বিভাগ 'তা'-এ লিখেছেন কৌশিক গুড়িয়া, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।

No comments:

Post a Comment