করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সম্পাদক এবাদুল হক - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, May 17, 2021

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সম্পাদক এবাদুল হক

 

এবাদুল হক


করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সম্পাদক এবাদুল হক

 

 

জেএসপি ডেস্ক : ১৭ মে সোমবার সকাল ৯টা ৩০মিনিট নাগাদ পার্ট অ্যাটাক করে পরলোকগমন করলেন কবি ও সম্পাদক এবাদুল হক। তিনি দু'দুটি সাহিত্য বিষয়ক পত্রিকার সম্পাদক। ১৯৭৯ সাল থেকে চালিয়ে আসছিলেন 'আবার এসেছি ফিরে' এবং ২০১৯ সাল থেকে শুরু করেছিলেন 'এবং পুনশ্চ' সম্পাদনা ও প্রকাশনা। আনুমানিক বধর সাত আগে বড়সড় দুর্ঘটনা থেকে তিনি ফিরে এলেও এবার তিনি আর ফিরবেন না। ১৭ মে সাহিত্যজগতের এই অভিভাবক না ফেরার দেশে চলে গেলেন। তাঁর ফেসবুক আইডে কিছু দিন থেকে নিয়মিত আপডেট আসছিল তিনি অসুস্থ, চিকিৎসা চলছে, করোনা আক্রান্ত হয়ে মুর্শিদাবাদে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। আগের দিন‌ই জানাগেছে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল। হঠাৎ ১৭ মে সকালে তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট 'আপনাদের এবাদুল ভাই আই নেই।' অনেকেই এটা মেনে নিতে পারছেন না। এইতো ২১ মার্চ বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের হলঘরে তাঁর পত্রিকার অনুষ্ঠান হয়েগেল। আর আজ তিনি নেই! আর তাঁকে পাওয়া যাবেনা। 😢😢



মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা থানার কানাপুকুরে বাসিন্দা এই কবি। 'অনুভূতির কথায়' কৃষ্টিগত সাময়িকীর তরফ থেকে তাঁদের আত্মার শান্তি কামনা করে বার্তা পাঠানো হয়েছে।

 


No comments:

Post a Comment