মন্থন সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যা - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Monday, April 12, 2021

মন্থন সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যা


মন্থন সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যা


 

বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত একটি পত্রিকা 'মন্থন সাহিত্য পত্রিকা'। এটি আসলে একটি সাহিত্য ম্যাগাজিন। এর নববর্ষ সংখ্যা কয়েকমাস আগেই ভারতীয় ডাক মার্ফত এই ব্লক দপ্তরে এসেছিল। আজ সংখ্যাটি নিয়ে নাড়াচাড়া তথা পড়াশোনা করার সুযোগ পেলাম। যার সম্পাদিকা সুতপা পুততূণ্ড। অর্ধ

A4 সাইজের এই ম্যাগাজিনটির সম্পাদকীয় কার্যালয় উত্তর ২৪ পরগনা জেলায়। সংখ্যাটির লেখক সূচি দেখে বোঝার উপায় নেই যে ভিতরে কবিতা, গল্প নাকি কী কী আছে! সংখ্যার পাতা উল্টালে কবিতাই পাওয়া যায়। নাহ্! এরমধ্যে বিক্ষিপ্তভাবে একটি গল্পকথা এবং একটি ছোট প্রবন্ধ‌ রয়েছে। 'শিশুশিক্ষক' শিরোনামে গল্পকার দেবপ্রসাদ বসু। কবিতা লিখেছে কৌশিক চক্রবর্ত্তী, চৈতালি রায়, হরিৎ বন্দ্যোপাধ্যায়, মাহামুদাল হাসান প্রমুখ। বাংলাদেশ থেকে কবিতা লিখেছেন আহমেদ কায়েস, ফকির শাহিন শাহ্ প্রমুখ। হরিৎ বাবু কবিতায় বললেন, 'ঠোঁটে ঠোঁট রেখে যে সন্ধে এলো / আমি তার দুয়ার খুলে বসে থাকি।' শিখা চৌধুরী 'স্পর্শ'-এ বললেন, 'আমি তোমার কাছে পৌঁছবো বলে / আকাশ ছুঁতে চেয়েছিনু বারে বারে,'। মৌসুমী চৌধুরী বললেন, 'তবু, প্রেমের কবিতা লেখা হয় না / কলম খুঁড়লে বেরিয়ে আসছে / আগুন আর পোড়া মাংসের গন্ধ!' বেশ কিছু কবিদের যতিচিহ্নের ব্যবহার ও যথাযথ ব্যবহারের দিকে নজর দিতে হবে। ৬০ পৃষ্ঠার এই সংখ্যাটির মুদ্রণ বেশ পরিষ্কার ও টকটকে, যা 'যুথিকা সাহিত্য পত্রিকা' প্রেস থেকে মুদ্রিত।

 

মন্থন সাহিত্য পত্রিকা

নববর্ষ সংখ্যা

সম্পাদিকা : সুতপা পুততূণ্ড, উত্তর ২৪ পরগনা

মূল্য : ৮০/-

আলোচকঃ হামিম হোসেন মণ্ডল

  


No comments:

Post a Comment