শিক্ষকের প্রথম গল্পের বই 'আউশ ধানের শিষ' প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Wednesday, March 31, 2021

শিক্ষকের প্রথম গল্পের বই 'আউশ ধানের শিষ' প্রকাশ

 



শিক্ষকের প্রথম গল্পের বই 'আউশ ধানের শিষ' প্রকাশ

 

জেএসপি ডেক্স, মুর্শিদাবাদ : ৩০ মার্চ, মঙ্গলবার, পিছিয়ে থাকা জেলা মুর্শিদাবাদের প্রান্তিক ব্লক নওদার মফঃস্বল এলাকা আমতলায় প্রবাহিত জলঙ্গী নদীর তীরে রাণী নামক একটি অনুষ্ঠান বাড়িতে কবি, সম্পাদক ও সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদের সভাপতিত্বে শিক্ষক হাসিবুর রহমানের প্রথম গল্পের বই 'আউশ ধানের শিষ'টি আনুষ্ঠিকভাবে প্রকাশ করা হল। গল্পকারের (শিক্ষক) জন্ম মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি গ্রামে। বর্তমানে নানা পত্রিকা ও সংকলনে তাঁর লেখা প্রকাশিত হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য - শব্দ সাঁকো, দর্পন, পথের সুজন, কবিতা কুটির এবং 'আউশ ধানের শিষ' তাঁর প্রথম গল্পগ্রন্থ বলে এই গ্রন্থেই উল্লেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে আসীন ছিলেন 'উদার আকাশ' পত্রিকা ও প্রকাশনীর সম্পাদক তথা কর্ণধার লেখক ফারুক আহমেদ, গল্পকার  রাজকুমার শেখ এবং কবি সৌরভ হোসেন।

স্বরচিত কবিতা পাঠে অংশনেন সহিদুল ইসলাম, অর্জুন ইজারাদার, আবু সাঈদ। ভরাট কণ্ঠে স্বরচিত গান গেয়ে উঠলেন তুলসীদাস বিদ। সদ্য প্রকাশিত গ্রন্থটির বিষয়ে আলোকপাত করলেন স্থানীয় কলেজ অধ্যাপক আব্দুল হালিম সেখ। এছাড়াও উল্লেখযোগ্যভাবে এলাকা থেকে উপস্থিত ছিলেন নুরুন্নবী বিশ্বাস, খোদা নাওয়াজ বিশ্বাস, হেলালুদ্দিন খন্দকার, বাদশা জাহাঙ্গীর, মঈনদ্দিন বিশ্বাস প্রমুখ।

'আউশ ধানের শিষ' উদ্বোধনে শীষ সাহেব ভাষণে বললেন, বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, এক মাত্র সাহিত্যই পারে সমাজকে জঞ্জাল মুক্ত করতে। তাই আগামী প্রজন্মের কথা মাথায় রেখে বেশি বেশি সাহিত্য সৃষ্টি ও সাহিত্য পাঠে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। নদীমত্রিক মনোরম পরিবেশের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অধ্যাপক ইকবাল আনসারী।

 


1 comment:

  1. সাহিত্যের দ্বারাই কলুষিত সমাজের মানসিক উন্নতি সম্ভব । হাসিবুর রহমান সাহেব সেই পথেরই পথিক ।

    ReplyDelete