‘মন্থন সাহিত্য পত্রিকা’র পুরস্কার বিতরণী ও সংখ্যা প্রকাশ - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, January 12, 2021

‘মন্থন সাহিত্য পত্রিকা’র পুরস্কার বিতরণী ও সংখ্যা প্রকাশ

 




মন্থন সাহিত্য পত্রিকার পুরস্কার বিতরণী ও সংখ্যা প্রকাশ

 

 

জেএসপি কলকাতা : ১০ই জানুয়ারি, রবিবার শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত হল বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত পত্রিকা মন্থন সাহিত্য পত্রিকানারী সংখ্যা প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ গুপ্ত, বিশিষ্ট অতিথি ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির মুখ্য উপদেষ্টা সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, সভাপতি ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, প্রধান উপদেষ্টা শুভ্রাংশু ঘোষ প্রমুখ।


মন্থন সাহিত্য পত্রিকা 'ছবি-কথা'য় সম্মাননা দেওয়া হল ভোলা দা, জয়েশ নাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, জয়শ্রী রায় মৈত্র, মুন মুন মুখার্জ্জী, লক্ষণ দাস, অসীম সরকার, জগবন্ধু রক্ষিত, মধুমিতা সিংহ এবং বিলাস ঘোষ-কে। মন্থন কবি সম্মান পেলেন শ্রাবণী সোম যশ, হরিৎ বন্দোপাধ্যায়, মনিকান্ত সার, কৃশানু ব্যানার্জি, সুমন্ত্র সারথি, অর্পিতা সরকার এবং চৈতালি রায়। মন্থন কাব্য সম্মান দেওয়া হল দেবাশীষ বসু, অরিন্দম বসাক, প্রিয়ব্রত দাস, কণা মৈত্র, প্রদীপ কুন্ডু, শান্তনু দাস এবং সন্দীপ পাল-কে। 'সাহিত্য সাথী' পুরস্কার পেলেন হামিম হোসেন মণ্ডল, ব্রতশ্রী বোস, অমলেন্দু চৌধুরী, শুভ্রাংশু ঘোষ এবং অনিষ বসাক। মন্থন সাহিত্য পুরস্কার-এ সম্মানীত হলেন প্রবন্ধে অচিন্ত্যম চট্টোপাধ্যায়, শব্দ-আদরে পিউ ঘোষ এবং সম্পাদনায় পেলেন মৌতৃষা চৌধুরী। 

নারী সংখ্যা প্রকাশের পাশাপাশি আয়োজক পত্রিকার সম্পাদিকা সুতপা পূততুণ্ডর সম্পাদনায় প্রকাশ পেল দেবাশিস বসু, প্রদীপ কুণ্ডু, প্রিয়ব্রত দাস, সন্দীপ পাল, অসীম সরকার, অরিন্দম বসাক এবং কণা মৈত্র এই ৮জন কবির যৌথ কবিতা সংকলন ৮ য়ে অষ্ট কবি। এছাড়াও কিছু বই প্রকাশিত হল এদিন। মঞ্চে কবিতা পাঠের ব্যবস্থাও ছিল।

 

No comments:

Post a Comment