সোনালী স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ
জেএসপি : আপতত অনলাইনেই আত্মপ্রকাশ করছে
বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত বা সমর্থিত সাহিত্য পত্রিকা সোনালী
স্বপ্ন স্রোত সাহিত্য পত্রিকা। এটা বর্ধমান জেলা থেকে প্রকাশিত। পত্রিকাটির সম্পাদিক
সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা। যুথিকা সাহিত্য পত্রিকার ব্যবস্থাপনায় এবং
সাহিত্যবন্ধু সোমনাথ নাগের সহযোগিতায় অনেক প্রতিকুলতা কাটিয়ে প্রকাশ পেল
পত্রিকাটি। পত্রিকাটির সম্পাদিকা সামিনা খাতুন পেশায় একজন শিক্ষিকা। কাজে গৃহবধূ
এবং শখে কবি। অনেক প্রতিকুলতার সাথে পত্রিকা করছেন। ওনার জেদেই সাহিত্য জগতে একটি
নতুন পত্রিকার আত্মপ্রকাশ ঘটল।
No comments:
Post a Comment