বিনোদনে সাহিত্য পরিবারের সারা বাংলা কবিতা উৎসব - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Sunday, February 16, 2020

বিনোদনে সাহিত্য পরিবারের সারা বাংলা কবিতা উৎসব





বিনোদনে সাহিত্য পরিবার-এর সারা বাংলা কবিতা উৎসব



যুথিকা ডেস্ক, কলকাতা : আজ, ১৬ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত বিনোদনে সাহিত্য পরিবার সারা বাংলা কবিতা উৎসবের আয়োজন করল শিয়ালদহে কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। সেখানে ছিলেন সাহিত্যিক দিলীপ রায়, আনন্দ প্রকাশনীর কর্ণধার আনন্দ মণ্ডল, যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক ও বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান সোমনাথ নাগ, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির সভাপতি দেবপ্রসাদ বসু, প্রাঙ্গণ সাহিত্য গোষ্ঠির সভাপতি নদেরচাঁদ হাজরা প্রমুখ। এছাড়াও ছিলেন মনোরঞ্জন আচার্য, বীরেন্দ্র নাথ আচার্য, সঞ্জিত মণ্ডল, অরুণাভ গাঙ্গুলিরা। অনুষ্ঠানে সকলে স্বরচিত কবিতাপাঠ করেন। ৮৫ জনের একটি যৌথ কাব্যসংকলনের মোড়ক উন্মোচন করা হয়, তাঁদের স্বারক ও মানপত্র প্রদান করা হয়। কাব্যতরী সাহিত্য পত্রিকার মতো বিভিন্ন সাহিত্য গোষ্ঠিকে সংবর্ধনাও জানানো হয়েছে।



No comments:

Post a Comment