বাংলা ভাষায় কলকাতায় প্রথম আন্তর্জাতিক হাইকু কবি সম্মেলন করল যুথিকা সাহিত্য পত্রিকা - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, October 15, 2019

বাংলা ভাষায় কলকাতায় প্রথম আন্তর্জাতিক হাইকু কবি সম্মেলন করল যুথিকা সাহিত্য পত্রিকা




বাংলা ভাষায় কলকাতায় প্রথম আন্তর্জাতিক হাইকু কবি সম্মেলন করল যুথিকা সাহিত্য পত্রিকা



নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ২৯ সেপ্টেম্বর : এদিন রবিবার বাংলা ভাষায় বিশ্ববঙ্গের কলকাতায় শিয়ালদহে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আন্তর্জাতিক হাইকু কবি সম্মেলন করল আমাদের যুথিকা সাহিত্য পত্রিকা। প্রায় দেড়শোর মতো কবি এতে অংশনেন। অতিথি ছিলেন কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, বাংলাদেশ থেকে তৈয়ব রহমান, আমেরিকা থেকে মারিয়া হোসেইন প্রমুখ। উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির ভাইস প্রেসিডেন্ট ও যুথিকা সাহিত্য পত্রিকার সভাপতি দেবপ্রসাদ বসু, মেঘদূত পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় প্রমুখ। সভাপতিত্ব করেন দেবপ্রসাদ বসু এবং সঞ্চালনা করেন যুথিকা সাহিত্য পত্রিকার সম্পাদক সোমনাথ নাগ।

        একক গল্প, কবিতা ও উপন্যাস গ্রন্থ রচনার জন্য এই মঞ্চে নির্বাচিত ৩৪ জনকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। ৮৬ জন হাইকু লিখিয়ে কবিকে হাইকু প্রভাকর উপাধি সম্মাননা প্রদান করা হয়। তাঁদের তিনটে করে হাইকু নিয়ে এবারের শারদ সংখ্যা প্রকাশ করল যুথিকা সাহিত্য পত্রিকা। কাব্য বিশেষ অবদানের জন্য এবছর কাব্যভারতী উপাধি পেলেন স্বপন রায়। কাব্যশ্রী উপাধি পেলেন হাবিব মণ্ডল, পিনাকী বসু, প্রবীর দে, নদেরচাঁদ হাজরা এবং সুমিত মুখোপাধ্যায়। নির্ভিক ও নিরপেক্ষতার সাথে সাহিত্যের খবর নিয়মিত প্রকাশের জন্য সাহিত্য সুজন কৃতি সম্মাননা পেলেন সাংবাদিক হামিম হোসেন মণ্ডল (রাঢ় বাগড়ি সংবাদ ও যুথিকা সাহিত্য পত্রিকা), হাবিব মণ্ডল (দিনদর্পণ), শুভায়ুর রহমান (পুবের কলম), অজয় মুখার্জী (তার নিউজ নেটওয়ার্ক) এবং ময়ূক মুখোপাধ্যায় (তারা নিউজ)।



        একই মঞ্চে প্রকাশিত হয় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত কৃষ্টিগত সাময়িকী তথা পত্রিকা অনুভূতির কথায়। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম ঝাউবোনা থেকে প্রকাশিত এই সাময়িকীটির সম্পাদক ও কর্ণধার হামিম হোসেন মণ্ডল এবং উপদেষ্টা ও সহকারী সম্পাদিকা হলেন হাবিবা খাতুন। সাময়িকীটিতে লিখেছেন কবি ও লেখিকা অধ্যাপিকা কৃষ্ণা বসু, কবি অরুণ কুমার চক্রবর্তী, লেখক সিদ্ধার্থ সিংহ প্রমুখ বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট দিকপালরা। উল্লেখ্য যে এটিই পত্রিকাটির প্রথম সংখ্যা।

        এছাড়া মঞ্চে প্রকাশিত হয়েছে পিংকী পালের অনুরণন, সুশান্ত ঘোষের হাইকু গ্রন্থ হাইকু অঞ্জলী, দেবপ্রসাদ বসুর জোনাকপাখি, সঞ্জয় চক্রবর্তীর হাইকু ধ্রুপদী, রুপালী গোস্বামীর আকাশ কুসুম, সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের পঞ্চ সপ্তকে হাইকু. সুনীল কুমার মণ্ডলের মানস সরবরের ঢেউ, ধ্রুব বিকাশ মাইতির গোছানো পাতার জল এবং ১৬ জন উদীয়মান কবির সম্মিলিত কাব্যগ্রন্থ অজানা কাব্য কথা




No comments:

Post a Comment