ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন বাংলা কবিতা ডটকমের - যুথিকা সাহিত্য পত্রিকা

যুথিকা সাহিত্য পত্রিকা

সাহিত্য সংস্কৃতির ওয়েবপেইজ, RNI No. : WBBEN/2018/76191

advt-102

Breaking

Home Top Ad

Surfe.be - passive income

Post Top Ad

advt-10020

Tuesday, April 9, 2019

ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন বাংলা কবিতা ডটকমের



যুথিকা ডেক্স, কলকাতা : বাংলা কবিতা ডটকমের (www.bangla-kobita.com) সদস্যগণদ্বারা আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হল ০৭-০৪-২০১৯, রবিবার, বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোলকাতার যাদবপুর অঞ্চলে শহীদ সূর্য সেন ভবনে। উপস্থিতির সংখ্যা দুই বাংলার প্রায় একশত সাহিত্য প্রেমী মানুষ। বিশেষ অতিথিগণ ছিলেন সর্বকবি অনিরুদ্ধ বুলবুল (সভাপতি) বাংলাদেশ, বোদরুল আলম (এডমিন প.ব.), বরুণ চক্রবর্তী (অতিথি কবি), দেবপ্রসাদ বসু (অতিথি কবি), বিভূতি দাস ও গায়ত্রী ঘোষ (বাংলা কবিতা ডটকমের সদস্যকবি)। অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা কবিতা ডটকমের সদস্যকবিদের প্রতিনিধি ও আবৃত্তিকার সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ও সৌমেন বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এডমিন আশফাকুর রহমান পল্লব (বাংলাদেশ) মহোদয়ের প্রেরিত রের্কডিং স্বাগত ভাষণে সকল কবি আপ্লুত হন। সকল কবিগণ ও অথিতিগণকেই পুষ্পস্তবক, ব্যাজ, উত্তরীয় ও মোমেন্টো দিয়ে প্রীতিবরণ করা  হয়। অনুষ্ঠান সজ্জিত ছিল বাংলা সাহিত্যের আলোচনা, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, শ্রুতি নাটক ও গ্রন্থ প্রকাশ। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানে্র সমাপ্তি টানা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অনন্ত গোস্বামী ও কবি বিভূতি দাস মহাশয়।



No comments:

Post a Comment